জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বন বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সদর নার্সারি রেঞ্জের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ, সহকারী কমিশনার (ভূমি) অভি দাস, লক্ষ্মীপুর এসএফএনটিসি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, লক্ষ্মীপুর সদর রেঞ্জ কর্মকর্তা শাহীন মো. আইয়ুব এবং রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক প্রমুখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ সদর উপজেলার ২৮৫টি সরকারি প্রাথমিক ও ১৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি—মোট ১১,৫০০ গাছের চারা বিতরণ করেন।
একুশে সংবাদ/এ.জে