নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন শেষ হলো বাংলাদেশের। ‘ডু অর ডাই’ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে টাইগ্রেসরা।
মুম্বাইয়ে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। লঙ্কানদের ইনিংসের শুরুতেই মারুফার বলে শূন্য রানে ফেরেন ওপেনার ভিশমি গুনারত্নে। এরপর অধিনায়ক চামারি আথাপাত্তু ৪৬ এবং নিলাশকা ৩৭ রান করে দলকে প্রতিযোগিতামূলক স্কোরে নিয়ে যান। শেষদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০২ রানে থামে লঙ্কানদের ইনিংস।
বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার ৩টি ও রাবেয়া খান ২টি উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগ্রেসরা। এরপর শারমিন আক্তার ও নিগার সুলতানার ৮২ রানের জুটি ম্যাচে ফিরিয়ে আনে দলকে। শারমিন ইনজুরির কারণে ৬৪ রানে বিদায় নেন, পরে ফিফটি তুলে নেন জ্যোতি।
শেষ ৯ বলে বাংলাদেশের দরকার ছিল ১০ রান, হাতে ছিল ৬ উইকেট। কিন্তু মাত্র ১ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে নাটকীয়ভাবে পরাজয়ের মুখে পড়ে দল। জ্যোতি ৭৭ রান করে আউট হলে শেষ হয় বাংলাদেশের আশা।
এই হারের ফলে নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেল বাংলাদেশ দল।
একুশে সংবাদ/এ.জে