রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে নবনির্মিত শ্রেণিকক্ষ উদ্বোধন ও শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে মারিশ্যা জোনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নবনির্মিত দুইটি শ্রেণিকক্ষের উদ্বোধন করেন এবং ছাত্র-ছাত্রীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুর রহমান (পদাতিক), ক্যাপ্টেন অমিত কুমার সাহা, এমসি, সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমান, বিজিবিএমএস, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, বাঘাইছড়ি উপজেলার এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালে বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ২৬ বছর ধরে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে এলাকার শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লে. কর্নেল মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “মারিশ্যা জোন শুধু সীমান্ত নিরাপত্তাই নয়, স্থানীয় জনগণের পাশে থেকে শিক্ষা ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দায়িত্বপূর্ণ এলাকার অন্যান্য বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/এ.জে