বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় এ কর্মসূচির নেতৃত্ব দেন জবি ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আবু বকর খান।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নবীন শিক্ষার্থীরা।
এসময় আবু বকর খান বলেন, “দেশ সংস্কারের রূপকার দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র নিয়ে ভাবনা ও পরিকল্পনা প্রচারের লক্ষ্যে আজ আমরা লিফলেট বিতরণ করেছি। এর মাধ্যমে বিএনপির প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং গণমানুষের রায়ে বিএনপি আরও শক্ত অবস্থানে পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি।”
একুশে সংবাদ/এ.জে