বাগেরহাটের চিতলমারী উপজেলার ৫নং সদর ইউনিয়নের বারাশিয়া বাজারে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোল্লা মুজিবুর রহমান শামীম।
শামীম তাঁর বক্তব্যে বলেন, “আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে কখনো কারও ক্ষতি করিনি, কারও হক নষ্ট করিনি। বিদেশে বসে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, কিন্তু আপনারাই সাক্ষী—আমি সব সময় জনগণের পাশে ছিলাম।”
তিনি আরও বলেন, “আমি একজন ব্যবসায়ী, রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, ক্ষমতার জন্য নয়। চরমোনাই পীর সাহেব একজন আদর্শবান মানুষ—তাঁর আদর্শেই আমি অনুপ্রাণিত। আমি ‘হাতপাখা’ মার্কায় ভোট চাই, যেন সংসদে গিয়ে জনগণের সেবা করতে পারি।”
বেকারত্ব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে এ অঞ্চলে শিল্পকারখানা গড়ে তোলা হবে। আমাদের তরুণদের চাকরির জন্য অন্য জেলায় যেতে হবে না—স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”
গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম কাজী। তিনি বলেন,“আমরা একজন সৎ ও জনবান্ধব প্রার্থী পেয়েছি। ইনশাআল্লাহ, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে তাঁকে বিপুল ভোটে বিজয়ী করব।”
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি ডা. মো. নাজমূল হুদা, শাহদাত শেখ, মাওলানা সুলতান মাহমুদ খান, মুফতি রহমাতুল্লাহ জামি, হাফেজ মাওলানা বোরহান উদ্দিন খানসহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী ৫নং সদর ইউনিয়ন শাখার সভাপতি মো. সাইফুর রহমান (লিপু) শিকদার এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন শাখার সাধারণ সম্পাদক মো. টুটুল মল্লিক।
সার্বিক সহযোগিতায় ছিলেন মো. জিহাদুল ইসলাম শেখ, মো. রাকিব শেখ, মো. জাহাঙ্গীর আলম মুন্সী ও মো. ওবায়দুর রহমান কাবুল হাওলাদার।
একুশে সংবাদ/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
