অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের অর্থনীতিকে টেকসই ও স্বনির্ভর করতে সমবায়ভিত্তিক উদ্যোগগুলোকে আরও প্রসারিত করা প্রয়োজন। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয়, ঋণদান ও কুটিরশিল্পসহ বিভিন্ন খাতে সমবায়ভিত্তিক কার্যক্রমই পারে একটি আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে।
৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ নিয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপিত হচ্ছে, যা দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রার প্রতীক।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নমূলক যেকোনো কর্মসূচি সফল করতে সামাজিক সম্পৃক্ততা অপরিহার্য, আর সেই সম্পৃক্ততা নিশ্চিত করতে সমবায় একটি কার্যকর মাধ্যম। সমবায় সমিতি শুধু আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা পালন করে না, বরং সমাজের নানা সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ড. ইউনূসের মতে, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সমবায় আন্দোলনের কোনো বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যেই কাজ করছে, যেখানে সমবায়ের ভূমিকা হবে মূল চালিকা শক্তি।
সবশেষে তিনি আহ্বান জানান, “আসুন, সমবায়ের চেতনায় উজ্জীবিত হয়ে সাম্য ও ন্যায়ের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তুলি।”
একুশে সংবাদ/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
