বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর ) বিকেল ৫টায় পৌর যুবদলের আয়োজনে মোরেলগঞ্জ পৌর বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ।
সভায় বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম মিঠু, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম মুন্সী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা ডালিম মুন্সী, মো. শাহিন বেপারী, জাকির হোসেন, মিজানুর রহমান পাখি, আল আমিন হোসেন রাসেল, ফকির এনায়েত করিম, সোহেল ফরাজী, মহিম কাজী, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম রাজু, লিয়ন তালুকদারসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে।”
তারা আরও জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রক্তদান কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণসহ জনকল্যাণমূলক নানা কার্যক্রমের মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে।
একুশে সংবাদ/এ.জে