শ্রমবাজারে জনবল সংকট মোকাবিলায় আগামী তিন বছরে পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি সরকার। এ কর্মসূচিতে বাংলাদেশসহ ৩৮টি নন-ইউরোপীয় দেশ অন্তর্ভুক্ত রয়েছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, এবারের নিয়োগ প্রক্রিয়া হবে পূর্বের তুলনায় অধিক স্বচ্ছ ও কঠোর। শুধুমাত্র দক্ষ কর্মী এবং সরকারনিবন্ধিত নিয়োগদাতার (স্পন্সর) মাধ্যমেই আবেদন করা যাবে। নিয়োগদাতার পূর্ণাঙ্গ তথ্য যাচাইযোগ্য না হলে আবেদন সরাসরি বাতিল হবে।
স্পন্সর ভিসার আবেদন শুরু হচ্ছে আগামী ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে, যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। আবেদনকারীরা আগাম অনলাইন ফরম পূরণের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
প্রবাসী বাংলাদেশিরা সতর্ক করেছেন, এবারের প্রক্রিয়ায় দালাল বা অনিবন্ধিত মধ্যস্বত্বভোগীর মাধ্যমে আবেদন করলে ভিসা জটিলতা ও প্রতারণার ঝুঁকি রয়েছে, কারণ সরকার স্বয়ংক্রিয়ভাবে নিয়োগকর্তা ও কর্মীর তথ্য যাচাই করবে।
ইতালি সরকার ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেওয়ার পরিকল্পনা করেছিল, যা এখন বাড়িয়ে ৫ লাখে উন্নীত করা হয়েছে।
এ ছাড়া ২০২৬ সালের আবেদনকারীদের জন্য ‘ক্লিক ডে’ নির্ধারণ করা হয়েছে ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি। ওই দিনগুলোতে সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন জমা নেওয়া হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এবার ডিজিটাল যাচাই ব্যবস্থার কারণে বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশের শ্রমিকদের ভিসা প্রক্রিয়ায় আগের তুলনায় বেশি স্বচ্ছতা ও সহজতা আসবে।
একুশে সংবাদ/এ.জে