দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের প্রিয় সংগঠন ইসলামিক ফোরাম অব আফ্রিকার উদ্যোগে কর্মশালা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্বে ও সেক্রেটারি ইব্রাহিম আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পাকিস্তান জামায়াতের সাবেক আমীর, সাবেক সিনেট সদস্য ও প্রাদেশিক সরকারের সাবেক সিনিয়র মন্ত্রী সিরাজুল হক।
বিশেষ অতিথি ছিলেন পাকিস্তানের রাজনীতিবিদ হাফেজ এনায়েত উল্লাহ, ইকসা সভাপতি ড. নাদিম আহমেদ, ইসলামিক ফোরামের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ইব্রাহিম আহমেদ, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আবুল কাশেম, পরামর্শ পরিষদের সদস্য ও ঘাউটেং প্রভিন্সের সভাপতি মো. শরীফ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

