শেরপুরের নকলায় ৯ বোতল ভারতীয় মদসহ একটি মোটরসাইকেল জব্দ এবং দুইজনকে আটক করেছে নকলা থানা পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) রাতে ঢাকা–নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার ধনাকুশা পুরাতন বাজার এলাকা থেকে এসব মদসহ মোটরসাইকেল জব্দ এবং দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—শেরপুর সদর উপজেলার আন্ধারিয়া কামারপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে হানিফ মিয়া (৪০) এবং আন্ধারিয়া বানিয়াপাড়া এলাকার আবদুস ছালামের ছেলে নুরুজ্জামান (৪৫)।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ধনাকুশা পুরাতন বাজার এলাকায় নালিতাবাড়ী দিক থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেলের চালক ও আরোহীর হেফাজতে থাকা ৯ বোতল ভারতীয় মদসহ মোটরসাইকেলটি জব্দ এবং তাদেরকে আটক করা হয়।
তিনি আরও জানান, রবিবার (১৬ নভেম্বর) মোটরসাইকেলের চালক ও আরোহীর বিরুদ্ধে থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

