চট্টগ্রামের বোয়ালখালীতে ১০৪ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেঙ্গুরা কেবিকে আর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কোর্সটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
কোর্সের প্রশিক্ষক প্রজীব কুমার বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কোর্স লিডার প্রবীর কান্তি মজুমদার (এএলটি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাজী ইসহাক চৌধুরী, উপজেলা স্কাউটসের সাবেক সহ-সভাপতি বরেণ্য সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম আঞ্চলিক স্কাউট সম্পাদক শাহে নেওয়াজ আলী মির্জা, চট্টগ্রাম জেলা স্কাউটস কমিশনার মোহাম্মদ আলী, বিদ্যালয় প্রধান শিক্ষক অলক কান্তি সেন, সাবেক জেলা স্কাউট সম্পাদক পীযুষ কুমার দে এবং উপজেলা স্কাউটস সহ-সভাপতি শওকত হোসেন।
৫ দিনব্যাপী বেসিক কোর্সে প্রশিক্ষক হিসেবে ছিলেন মোহাম্মদ সোলায়মান (এলটি), নুরুল ইসলাম (এএলটি), সজল কান্তি বড়ুয়া, মোহাম্মদ হোসাইন ও এসএম গোলাম মোস্তফা। প্রশিক্ষণে অংশ নেন প্রণয় বড়ুয়া, উত্তম কুমার বিশ্বাস, মো. আবু কাইয়ুম, পিআরএস পাভেল মহাজন, সাজ্জাদ হোসেন, রায়হানুল কালাম ও সুদীপ্ত দাশ।
প্রধান অতিথি কানিজ ফাতেমা বলেন, “সুশৃঙ্খল জাতি গঠনে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম। রাষ্ট্রের দুর্যোগকালীন সময়ে স্কাউটরা সর্বদা আগে এগিয়ে আসে।”
কোর্সে বোয়ালখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

