AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
০৪:১৬ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার

যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের কাছে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এ মামলা করা হয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত ভিডিও বার্তায় আখতার হোসেন এ তথ্য জানান।

আখতার বলেন, বিমানবন্দরে হামলার পর বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও হোটেলের লবিতে হামলার চেষ্টা করে। এ সময় এনসিপি নেতাকর্মী ও সমর্থকেরা তাদের প্রতিহত করেন এবং পুলিশে অভিযোগ জানান। পরে তদন্ত কর্মকর্তা তাদের মামলা করার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, “যারা আমাদের ওপর হামলা, হত্যা চেষ্টা ও হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধেই এই মামলা হয়েছে। আমরা মার্কিন পুলিশকে জানিয়েছি, তারা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য, যারা মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সঙ্গে জড়িত।”

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যান। ওই সময় বিমানবন্দরে আওয়ামী লীগের (নিষিদ্ধ ঘোষিত) নেতাকর্মীরা তাদের ঘিরে স্লোগান, হেনস্তা এবং এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ে।

আখতার হোসেন বলেন, “আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব আইনগতভাবেই দেওয়া সম্ভব। দেশে বা দেশের বাইরে— যেখানেই অপরাধ হোক, এর বিচার হতে হবে। আওয়ামী লীগ তাদের অপরাধ নিয়ে আর ফিরে আসতে পারবে না।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!