AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জম্মু-কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:০২ এএম, ১৫ নভেম্বর, ২০২৫

জম্মু-কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানা চত্বরে শুক্রবার (১৪ নভেম্বর) মধ্যরাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ৩০ জন, যাদের কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

ইন্ডিয়া টুডে জানায়, বিস্ফোরণের পর থানার পুরো ভবন কেঁপে ওঠে এবং চারদিকে আগুন ও ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজেও বিস্ফোরণের মুহূর্তটি ধরা পড়েছে।

কর্মকর্তারা জানান, ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিস্ফোরক সামগ্রী থানায় পরীক্ষা করার সময় এ দুর্ঘটনা ঘটে। হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে ‘হোয়াইট-কলার’ সন্ত্রাসী মডিউল মামলায় বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেটের বড় একটি ভাণ্ডার থেকে ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করছিলেন। পরীক্ষার সময়ই বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণে থানা চত্বরে থাকা বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মরদেহ শ্রীনগর পুলিশ কন্ট্রোল রুমে নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপে কেউ আটকা আছে কিনা তা খতিয়ে দেখতে উদ্ধারকাজ চলছে।

তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ ফুট দূরেও মরদেহের অংশ পাওয়া গেছে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!