দক্ষিণ আফ্রিকার ঘাউটেং হাইকোর্ট মানবপাচার, অপহরণ ও অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে সাত চীনা নাগরিককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) জোহানেসবার্গের দক্ষিণ বিভাগীয় আদালত এ রায় ঘোষণা করে।
মামলার নথি অনুযায়ী, জোহানেসবার্গের দক্ষিণে ভিলেজ ডিপ নামের একটি শিল্প এলাকায় সুতির কাপড়ের কারখানায় ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৯১ জন শ্রমিককে ভালো কাজের প্রলোভন দেখিয়ে পাচার করে আনা হয়। এদের বেশিরভাগই মালাউইয়ের অবৈধ নাগরিক। গত ২৫ ফেব্রুয়ারি আদালত সাতজনকে দোষী সাব্যস্ত করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—শু-উয়েই সাও (৪২), বিয়াও মা (৫০), হুই চেন (৫০), কুইন লি (৫৬), ঝো জিয়াকুইং (৪৬), জুনিং দাই (৫৮) এবং ঝিলিয়ান ঝাং (৫১)।
২০১৯ সালের ১২ নভেম্বর ওই কারখানায় পুলিশ অভিযান চালিয়ে ৯১ জন অবৈধ মালাউইয়ান শ্রমিককে উদ্ধার করে, যাদের মধ্যে ৩৭ জন ছিল শিশু।
কর্তৃপক্ষ জানায়, ভুক্তভোগীদের অমানবিক পরিবেশে জোরপূর্বক শ্রমে নিয়োজিত করা হতো। মানবপাচার, অপহরণ ও অপ্রাপ্তবয়স্কদের কাজে নিয়োগের অভিযোগে আদালত প্রত্যেক আসামিকে ২০ বছরের সাজা প্রদান করেছে।
একুশে সংবাদ/এ.জে