চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সফল সভাপতি ও জনপ্রিয় ছাত্রনেতা অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরীর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ বিজিসি ট্রাস্ট এলাকার নোঙর রেস্টুরেন্টে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সভায় অ্যাডভোকেট নাজিম উদ্দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “৩১ দফা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; এটি জনগণের মুক্তির রূপরেখা। বিএনপি ক্ষমতায় এলে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।”
তিনি চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রফিক আহামদ, মাহাবুবুল আলম, আবদুল মাবুদ, জসিম উদ্দিন মিন্টু, অ্যাডভোকেট জসিম উদ্দিন হিমেল, আকতার হোসেন ও আবু মো. হিরু প্রমুখ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

