AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলামিক ফোরামের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদর্যাপন


Ekushey Sangbad
মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা
১১:০৩ এএম, ২৮ জুলাই, ২০২৫

ইসলামিক ফোরামের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদর্যাপন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের প্রিয় সংগঠন ইসলামিক ফোরাম অব আফ্রিকা ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে উদর্যাপন করেছে।

রবিবার জোহানেসবার্গের আলবার্টনে রিটভ্লি জু ফার্মে সকাল থেকে দিনব্যাপী প্রবাসী এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি আলী আকবরের সভাপতিত্বে কেন্দ্রীয় সহসভাপতি মোঃ মোশাররফ হোসাইনের পরিচালনায় ও কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ইব্রাহীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি নেতা মেহরাজ মিয়া, ফোরামের কেন্দ্রীয় পরামর্শ সভার সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আবুল কাশেম, কেন্দ্রীয় পরামর্শ সভার সদস্য ও মোজাম্বিকের সভাপতি শামছুল ইসলাম, কেন্দ্রীয় পরামর্শ সভার সদস্য ও ঘাউটেং প্রভিন্সের সভাপতি শরীফ উদ্দিন, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু তৈয়ব খোকন, কেন্দ্রীয় ওলামা বিভাগের তত্ত্বাবধায়ক মাওলনা আব্দুল হান্নান মোল্লা, কেন্দ্রীয় দাওয়াহ তত্ত্বাবধায়ক মো. শাহাদাত হোসেন, নর্থওয়েস্ট দক্ষিণের সভাপতি মো. বনীয়ামিন, লিম্পুফো প্রভিন্স দায়িত্বশীল আমিরুল ইসলাম।

উপস্থিত ছিলেন নেক মানি এক্সচেঞ্জের সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী কাজী ফরহাদ কামাল, মুসলিম সোসাইটির সভাপতি মাওলনা গিয়াস উদ্দিন, নোয়াখালী এসোসিয়েশনে সভাপতি মোস্তাফিজুর রহমান, স্প্রিং কমিউনিটির সভাপতি মজিবুল হক লিটন, বুড্ডিস কমিউনিটির সভাপতি সইবাল বড়ুয়া, মুক্তো বাংলা পরিষদের সেক্রেটারি সাফী-উল্লাহ সামী, বাংলাদেশ এসোসিয়েশন অব প্রিটোরিয়া কমিউনিটির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, নোয়াখালী পরিষদের সভাপতি এম এ খাঁন রাহিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন, ঘাউটেং প্রভিন্সের সহকারী সেক্রেটারি মোয়ারেফ হোসেন রতন, অফিস সম্পাদক আবু নাঈম, পাঠাগার সম্পাদক আশফাকুজ্জামান দিপু, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, নর্থওয়েস্ট প্রভিন্সের দায়িত্বশীল নিজাম উদ্দিন, প্রি-স্ট্রেট প্রভিন্স ভারপ্রাপ্ত সভাপতি আশ্রাফ আলী, রাস্টেনবার্গ জোন সভাপতি টিপু সুলতান, সেক্রেটারী আব্দুর রহীম, ব্রিস্ট জোন সভাপতি মাহবুবুর রহমান জিয়া, শাপলা টিভির সিও নোমান মাহমুদ, সময়ের কণ্ঠস্বর দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমূখ।

এছাড়াও ওয়াকফ ফাউন্ডেশনের সিইও জয়নুল আবেদিন,  ইকসা ভাইস প্রেসিডেন্ট ডাঃ হারুন আব্বাসী , ইখওয়ান মুসলিমুন দক্ষিণ আফ্রিকার সভাপতি শায়েখ জামাল, সোমালিয়া ও ইথিওপিয়ান কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠিত বর্নাঢ্য এই আয়োজনে ফুটবল খেলা, কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও বাচ্ছাদের বয়স ভিত্তিক বিভিন্ন ইভেন্টে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!