বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভারকেয়ারে পৌঁছান। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে লন্ডন থেকে ঢাকায় আগমন করেন জুবাইদা রহমান।
প্রসঙ্গত, চিকিৎসার জন্য আজ খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার কথা ছিল। কিন্তু কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি সমস্যার কারণে সেটি ঢাকায় পৌঁছাতে পারেনি। ফলে খালেদা জিয়ার লন্ডন যাত্রা রবিবার পর্যন্ত পিছিয়ে গেছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কাতার নতুন করে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করেছে, যা আগামী শনিবার ঢাকায় আসবে। এছাড়া গত রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থাও কিছুটা খারাপ হয়েছিল। সব কিছু মিলিয়ে, সম্ভাবনা রয়েছে আগামী রবিবার তিনি লন্ডন যাত্রা করবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

