আজ (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও স্বেচ্ছাসেবার গুরুত্ব চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এবং ল` এন্ড হিউম্যান রাইটস সোসাইটি ও বাংলাদেশ নিরাপদ অক্সিজেন আন্দোলন।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করেন তারা।
বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর প্রধান স্বেচ্ছাসেবক এ্যাড. আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন লেখক, সাংবাদিক ও গ্রাফিক্স ডিজাইনার এবং পীস স্কুলের ফাউন্ডার ও চেয়ারম্যান নুরুজ্জামান ফিরোজ, ময়মনসিংহ ফুলপুর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুল মোতালেব, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির পরিবেশ কর্মী এ্যাড. মোঃ জাহিদ ইকবাল সহ অনেকেই।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট শরিফুজ্জামান আজাদ, এডভোকেট সুপ্রান হোসেন, এডভোকেট সোহেল রাজা, লায়ন আবুল কালাম আজাদ সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও কর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে প্রতিশ্রুতি স্মারক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ফটোজার্নালিস্ট এসোসিয়েশন এর সামনে থেকে র্যালী নিয়ে জাতীয় প্রেসক্লাব হয়ে, আবার ফটোজার্নালিস্ট এর সামনে শেষ করে। র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য করেন স্বেচ্ছাসেবকরা। আলোচনা সভা শেষে ভলেন্টিয়ার্স স্টার এ্যাওয়ার্ড ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয় ঢাকা জেলা আইনজীবী সমিতির এডভোকেট শরিফুজ্জামান আজাদ, টাঙ্গাইলের সহ প্রধান স্বেচ্ছাসেবক মোঃ উজ্জল শেখ, ঢাকা মহানগর উত্তরের সহ প্রধান স্বেচ্ছাসেবক আরিফা খানাম সুবর্ণা, ফুলপুরবাসীর স্বেচ্ছাসেবক মোঃ জাকারিয়া সহ অনেক স্বেচ্ছাসেবককে।
একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

