২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত প্রায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নিয়োগ দেবে ইতালি। সম্প্রতি দেশটির সরকার এই সংক্রান্ত একটি রোডম্যাপ প্রকাশ করেছে, যাতে বাংলাদেশসহ ৩৪টি দেশের নাম অন্তর্ভুক্ত রয়েছে। এই ঘোষণায় ইউরোপপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তির আবহ বিরাজ করছে।
কৃষি, শিল্প ও পর্যটন—এই তিন খাতসহ বিভিন্ন ক্ষেত্রে জনশক্তির ঘাটতি পূরণে প্রতিবছরই বড় সংখ্যায় বিদেশি শ্রমিকের প্রয়োজন পড়ে ইতালিতে। সেই ধারাবাহিকতায় ২০২৬-২০২৮ সময়ের জন্য মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন শ্রমিক নেয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইতালি সরকার। এর মধ্যে ২০২৬ সালেই নিয়োগ দেয়া হবে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জনকে।
ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে কৃষি খাতে, ৯ ফেব্রুয়ারি পর্যটনে, ১৬ ফেব্রুয়ারি স্ব-উদ্যোক্তা ও স্থায়ী শ্রমিক ক্যাটাগরিতে এবং ১৮ ফেব্রুয়ারি দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকদের আবেদনের সুযোগ দেয়া হবে।
এই সুযোগে এবারও বাংলাদেশিদের জন্য আবেদন করার পথ উন্মুক্ত থাকবে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, বড় একটি অংশ এবার নির্বাচিতও হবেন।
প্রবাসী বাংলাদেশিরা এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন। তারা নতুন আগতদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “বিশেষ করে আর্থিক লেনদেনের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, যেন কেউ প্রতারণার শিকার না হন।”
উল্লেখ্য, গত কয়েক বছরে উন্নত জীবনের প্রত্যাশায় অনেক বাংলাদেশি ইতালিতে স্পন্সর ভিসার জন্য আবেদন করেছেন। তবে সফলতার হার কম হওয়ায় বহু মানুষ প্রতারণা ও হয়রানির মুখে পড়েছেন। তাই ভবিষ্যতে আবেদনকারীদের যাচাই-বাছাই করে, সতর্কভাবে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছেন অভিজ্ঞরা।
একুশে সংবাদ/স.ট/এ.জে