কুয়েতে এটিএম বুথ থেকে টাকা চুরির অভিযোগে এক বাংলাদেশি ও দুই পাকিস্তানি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক বাংলাদেশি প্রবাসীর নাম এমডি রাজু। তিনি কুয়েতের আল-জাজিরা ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং কোম্পানিতে কর্মরত ছিলেন। অপরদিকে, মির্জা জেনারেল ট্রেডিং কোম্পানিতে কর্মরত দুই পাকিস্তানি নাগরিকের সঙ্গে তিনি এই অপরাধে জড়িত ছিলেন।
তদন্তে জানা গেছে, তারা কুয়েতে বিকল্প রেমিট্যান্স (হুন্ডি) চ্যানেলের মাধ্যমে অবৈধভাবে টাকা পাঠানোর একটি শাখা পরিচালনা করছিলেন। এ চক্রটি কুয়েতি নাগরিক ও অন্যান্য প্রবাসীদের লক্ষ্য করে এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে বুথ থেকে টাকা উত্তোলন করতো।
গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশি এমডি রাজুকে জিলিব আল-শুয়েখ এলাকা থেকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ হাজার কুয়েতি দিনার, একাধিক সিমকার্ড, ব্যাংক কার্ড, মোবাইল ফোন ও বিভিন্ন মানি এক্সচেঞ্জ স্লিপ জব্দ করা হয়েছে। গোয়েন্দারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ও এটিএম বুথে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তার সংশ্লিষ্টতা নিশ্চিত করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এ অপরাধীরা একটি বৃহৎ আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে জড়িত, যারা আন্তঃসীমান্ত আর্থিক অপরাধের মাধ্যমে কুয়েতে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে