মালয়েশিয়ায় দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে পৃথক মামলা হয়েছে। অভিযুক্তরা হলেন— মামুন আলী (৩১) ও রেফাত বিশাত (২৭)।
শুক্রবার (১৫ আগস্ট) দেশটির আদালতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় বলে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, মামুন আলী ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ‘সাহিফুল্লা ইসলাম’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে সমর্থন দিয়েছেন। এ ঘটনায় দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় মামলা হয়েছে, যেখানে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন বা ৩০ বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে।
অন্যদিকে রেফাত বিশাতের বিরুদ্ধে ২০২৪ সালের ১০ জুলাই লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকার একটি বাসায় তার মোবাইল ফোনে আইএস পতাকার ছবি রাখার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারা প্রযোজ্য, যার সর্বোচ্চ শাস্তি সাত বছরের কারাদণ্ড, জরিমানা এবং সংশ্লিষ্ট বস্তু বাজেয়াপ্ত।
বিচারক দাতুক আহমাদ কামাল আরিফিন ইসমাইল আগামী ১২ সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন। অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষে মামুন আলীর ক্ষেত্রে মারিয়াম জামিয়াহ আব মানাফ এবং রেফাত বিশাতের ক্ষেত্রে নূর আইনিয়া রিদওয়ান যুক্ত ছিলেন।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে