AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুয়েতে পাওনা বেতনের দাবিতে শ্রমিকদের ধর্মঘট, বিপাকে ১৩০ বাংলাদেশি


Ekushey Sangbad
লুৎফুর রহমান, কুয়েত
০৩:২৭ পিএম, ৩১ জুলাই, ২০২৫

কুয়েতে পাওনা বেতনের দাবিতে শ্রমিকদের ধর্মঘট, বিপাকে ১৩০ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রমবাজার কুয়েত। বিভিন্ন পেশায় প্রতিদিন অনেক প্রবাসী পাড়ি জমান পারস্য উপসাগরীয় এই দেশটিতে। সম্প্রতি অভিযোগ উঠেছে, কুয়েতের পরিচ্ছন্নতা সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ক্যাপ টেক’ নামক একটি কোম্পানির বিরুদ্ধে। কোম্পানিটিতে কর্মরত ১৩০ জন বাংলাদেশি শ্রমিক চার মাস ধরে বেতন না পাওয়ায় কর্মবিরতিতে গেলে, দেশটির শ্রম আইন অনুযায়ী তাদের আটক করে পাঠানো হয়েছে প্রত্যাবাসন কেন্দ্রে।

কুয়েতের শ্রম আইনে ধর্মঘট নিষিদ্ধ হওয়ায় শ্রমিকদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন জানান, ইতোমধ্যে কোম্পানিটি কিছুসংখ্যক বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠিয়েছে। বাকি শ্রমিকদের অবস্থান ও দাবিদাওয়া নিয়ে কুয়েত সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করছে দূতাবাস।

রাষ্ট্রদূত আরও জানান, রোববার দূতাবাসের জরুরি হটলাইনে শ্রমিকদের গ্রেপ্তারের খবর জানানো হলে, শ্রম মিনিস্টার আবুল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট থানায় যান। সেখান থেকে জানা যায়, শ্রমিকরা গত মার্চ মাস থেকে বেতন পাননি। এর প্রতিবাদে তারা ২১ জুলাই থেকে কর্মবিরতি পালন করছিলেন।

পরদিন শ্রমিকরা কুয়েতের ফান্তাস থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করলে, থানা কর্তৃপক্ষ বাংলাদেশিসহ অন্যান্য দেশের শ্রমিকদের থানায় ডেকে নেন এবং পরে সবাইকে পাঠিয়ে দেন ডিপোর্টেশন সেন্টারে।

এদিকে, ক্যাপ টেক কোম্পানির মালিক দাবি করেছেন, তার এক ব্যবসায়িক অংশীদার শ্রমিকদের বেতনের অর্থ নিয়ে আত্মগোপন করেছেন। মালিকপক্ষ এক মাসের বেতন পরিশোধ করে বাকি অংশ তিন কিস্তিতে দেওয়ার প্রস্তাব দিলে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন।

রাষ্ট্রদূত বলেন, এর আগেও ২০২৪ সালের নভেম্বরে কোম্পানিটির সঙ্গে বেতনসংক্রান্ত বিরোধ দেখা দিলে দূতাবাসের হস্তক্ষেপে তা সমাধান হয়েছিল। তবে এবার শ্রমিকরা আগেভাগে দূতাবাসকে কিছু না জানানোয় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

বর্তমানে শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর আশঙ্কা দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ দূতাবাস কুয়েতের পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও জনশক্তি কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক সাড়া না মিললেও, শ্রমিকদের অধিকার রক্ষায় দূতাবাস সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে, ভবিষ্যতে এমন পরিস্থিতি সৃষ্টি হলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়েও প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

Link copied!