সোয়াজিল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মো. আইনুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়লে তাকে দেশটির রাজধানীর বাবান ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন।
সেদিনই বিকাল ৪টায় জানাজা শেষে বাবান কবরস্থানে পারিবারিক সিদ্ধান্তে তাকে দাফন করা হয়।
প্রবাসী আইনুল ইসলাম দীর্ঘদিন ধরে সোয়াজিল্যান্ডে চাকরি ও ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার বাসিন্দা।
একুশে সংবাদ/এ.জে