মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ জন বাংলাদেশিকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) ভোরে ঢাকা থেকে পৌঁছালেও প্রয়োজনীয় নথিপত্র না থাকায় তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয়।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) জানায়, রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত বিমানবন্দরের প্রথম টার্মিনালে পরিচালিত তল্লাশিতে ১৮১ জন যাত্রীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ভুয়া হোটেল বুকিং, ফেরত টিকিটের অভাব এবং পর্যাপ্ত অর্থের প্রমাণ না থাকায় বাংলাদেশিদের প্রবেশ অনুমতি বাতিল করা হয়।
সংস্থাটির ধারণা, পর্যটন ভিসায় আসলেও তারা সেখানে অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা করেছিল। জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়, যা ভবিষ্যতেও চলবে বলে একেপিএস সতর্ক করেছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে