AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অন অ্যারাইভাল ভিসা’ নিয়ে সুখবর দিলো কুয়েত


Ekushey Sangbad
লুৎফুর রহমান, কুয়েত
০৮:৪৯ পিএম, ১০ আগস্ট, ২০২৫

অন অ্যারাইভাল ভিসা’ নিয়ে সুখবর দিলো কুয়েত

মধ্যপ্রাচ্যের সহযোগিতা পরিষদ(জিসিসি)আওতাধীন সংযুক্ত আরব আমিরাত,কুয়েত,কাতার,সৌদি আরব,বাহরাইন,ওমানে বসবাসরত বিদেশীদের জন্য অন আ্যারাইভাল ভিসা(বিমানবন্দরে নামার পর ভিসা সুবিধা)দেয়ার সিদ্ধান্ত নিয়ে কুয়েত।


আরব টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, রোববার (১০ আগস্ট) কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন। যা আজ সরকারি গেজেট কুয়েত আলিয়ুম-এ প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী জিসিসি অঞ্চলের যেকোনো দেশে বসবাসরত এবং ন্যূনতম ছয় মাসের জন্য বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকরা কুয়েতে প্রবেশ করতে চাইলে স্থলপথ কিংবা আকাশ পথে বন্দরে এসে সরাসরি পর্যটন ভিসা (অন অ্যারাইভাল ভিসা) নিতে পারবেন।

এই সিদ্ধান্তের ফলে পর্যটকদের এখন আর দীর্ঘ ভিসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না বরং আগমনের সঙ্গে সঙ্গেই তারা ‘অন অ্যারাইভাল ভিসা’ সুবিধা পাবেন।

কুয়েত সরকারের এই পদক্ষেপকে দেশটির পর্যটন খাতে একটি বড় মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।তারা জানান কুয়েতের অন আ্যারাইভাল ভিসা চালু হওয়াতে এখন থেকে কোন প্রকার ঝামেলা ছাড়া খুব সহজ এ ভিসা নেয়া যাবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - প্রবাস

Link copied!