দক্ষিণ আফ্রিকার কেপটাউন আন্তর্জাতিক বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. রুবেল (নোয়াখালী) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। দীর্ঘ এক যুগ পর তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে ইমারত এয়ারওয়েজের ফ্লাইটে করে বাংলাদেশ ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছান রুবেল। বোর্ডিং পাস নেওয়ার জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। বিমানবন্দরের কর্তব্যরত চিকিৎসক পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুবেল নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার বজরা ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা। তিনি পরিবারের একমাত্র সন্তান ছিলেন এবং তার কোনো ভাইবোন নেই। প্রায় এক যুগ আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমালেও কাগজপত্রের জটিলতার কারণে এতদিন দেশে ফিরতে পারেননি।
একুশে সংবাদ/এ.জে