কুয়েতে অ্যালকোহল থেকে বিষক্রিয়ায় ১০ প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি থাকার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, বিষাক্ত মদ পান করে আরও বেশ কয়েকজন প্রবাসী কুয়েতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা গেছে, নেশাজাতীয় এসব মদ কুয়েতের জিলিব এলাকার ৪ নম্বর ব্লক থেকে কেনা হয়েছিল।
বিষক্রিয়ার পর গত রোববার (১০ আগস্ট) প্রায় ১৫ জন প্রবাসীকে ফরওয়ানিয়া ও আদান হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ১০ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া আহমাদী গভর্নরেট এলাকার বেশ কয়েকজন এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে