AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ



দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি ম্যানডিসা মায়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার (২০ মে) দুপুরে জোহানসবার্গের ব্রামফন্টেইনে অবস্থিত দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের প্রধান বিচারপতি বিচার বিভাগের বিভিন্ন কার্যক্রম, চ্যালেঞ্জ এবং সংস্কার বিষয়ক অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। এ সময় তারা একে অপরের খোঁজখবর নেন এবং বিচার বিভাগের ভবিষ্যৎ উন্নয়ন প্রসঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দেশের বিচার বিভাগ উন্নয়নে তাঁর ঘোষিত রোডম্যাপ এবং চলমান সংস্কারমূলক পদক্ষেপসমূহ তুলে ধরেন। তিনি মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচারে নাগরিকের অধিকার এবং বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন।

দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি ম্যানডিসা মায়া বাংলাদেশের বিচার বিভাগের সংস্কার কার্যক্রম ও মানবাধিকার রক্ষায় বাংলাদেশের অগ্রগতি ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বাংলাদেশের বিচার বিভাগ যে সংস্কারমূলক ধারা অবলম্বন করেছে, তা প্রশংসনীয় ও অনুকরণীয়।”

বৈঠকে দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশনের কার্যক্রম এবং সাংবিধানিক প্রশ্নসমূহের সমাধানে কমিশনের ভূমিকার কথাও তুলে ধরেন প্রধান বিচারপতি মায়া।

সুপ্রিম কোর্টের গণসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন’-এর অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে বাংলাদেশ প্রধান বিচারপতির সফর পরিচালিত হচ্ছে। তাঁর সঙ্গে রয়েছেন সুপ্রিম কোর্টের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

 

একুশে সংবাদ/দ.আ.প্র/এ.জে

Link copied!