গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে দুর্বৃত্তরা দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। খবর পেয়ে শ্রীপুর থানা ও মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গ্রামীণ ব্যাংকের শ্রীপুরের এরিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রায়ই ব্যাংকের ভিতরেই রাত যাপন করেন। এদিনও বারতোপা বাজারের শাখায় দৈনন্দিন কাজ শেষে তিনি ও চারজন কর্মকর্তা-কর্মচারী ব্যাংকের ভিতরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে দুর্বৃত্তরা ব্যাংকের সীমানা প্রাচিরের ভেতরে ও বাইরে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে, যা বিস্ফোরিত হয়ে বিকট শব্দ সৃষ্টি করে। শব্দে ঘুম ভেঙ্গে যাওয়ায় কর্মকর্তারা পেছনের গেট দিয়ে বাইরে বের হন।
ঘটনার পর দেখা যায়, সীমানা প্রাচিরের ভেতরে ও বাইরে কাঁচের টুকরো ছড়িয়ে আছে। ব্যাংকের সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে, তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্বৃত্তরা সীমানার বাইরে পেট্রোল বোমার সদৃশ কোনো বস্তু রেখে গেছে। ব্যাংকের কার্যক্রম বর্তমানে স্বাভাবিক থাকলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারীক বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়। তদন্ত শেষে জড়িতদের আইনের আওতায় আনা হবে। পুলিশ টহল জোরদার রাখায় বড় ধরনের নাশকতা প্রতিহত হয়েছে।” তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

