মালদ্বীপ বিএনপি`র উপদেষ্টা ও সাবেক সভাপতি মো. মাসুম সিরাজের বাবা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম মৃধার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান।
বৃহস্পতিবার (৬, মাচ) রাত আনুমানিক ১১ টা সময় ঢাকা শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালীন তার বয়স ছিল ৮০ বছর।দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
বিএনপি মালদ্বীপ শাখার পক্ষ থেকে মো. সিরাজুল ইসলাম মৃধা এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।একইসাথে আজ জুমার নামাজ শেষে মাসুম সিরাজের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :