AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে বিএনপির মতবিনিময় সভা


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৯:৪৩ পিএম, ২ নভেম্বর, ২০২৫

পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে বিএনপির মতবিনিময় সভা

“আমাদের গঙ্গা-পদ্মা, আমাদের অধিকার” এবং “ন্যায্য পানি বণ্টনে হোক সমাধান” এ স্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২ নভেম্বর) সন্ধ্যায় শহীদ সাটু হল মিলনায়তনে আয়োজিত এ সভায় দেশের গুরুত্বপূর্ণ নদী গঙ্গা ও পদ্মার ন্যায্য পানি বণ্টন এবং স্থানীয় জনস্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা নদী ও পানিসম্পদ সংরক্ষণ, ন্যায্য পানি বণ্টন এবং স্থানীয় মানুষের জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা পরিবেশ ও জনস্বার্থে জলবণ্টনের গুরুত্ব এবং অবৈধ পানি ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সভায় এলাকার বিভিন্ন পেশাজীবী, ছাত্রছাত্রী ও জনসাধারণ অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ হারুনুর রশীদ। সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।

সভা শেষে সভাপতি শাহজাহান মিঞা জামায়াতকে পরাস্ত করতে দলীয় ভেদাভেদ ভুলে বিএনপির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!