যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান ( পিইএসএস) বিভাগের অধ্যাপক ড. মোঃ নাসিম রেজা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্যটি জানা যায়।
অফিস আদেশে বলা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ২৩(৫) ধারা মোতাবেক শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ নাসিম রেজা-কে ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে পরবর্তী দুই বছরের জন্য স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
এ বিষয়ে অধ্যাপক ড. মোঃ নাসিম রেজা বলেন, একাডেমিক বিষয়ে এটা আমার কাছে একটা বড় দায়িত্বশীলের জায়গা। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করতে পেরে সহয়তা করার সুযোগ পেয়ে আমি নিজেকে খুব আনন্দ বোধ করছি। আমার প্রয়াস দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যেতে যদি সামান্য সহযোগিতা করতে পারি সেটাই আমার জন্যে ভালো লাগবে। এর আগে আমি দুইবার এই দায়িত্ব পালন করেছি, যেটার কারনে পরিচিত পরিবেশ সব মিলিয়ে আমার কাছে এটা চ্যালেঞ্জ মনে করছিনা। আমি মনে করছি এটা আমার আবার নতুন সুযোগ। বিশ্ববিদ্যালয়ে সেবা দেওয়া, শিক্ষার্থীদের শিক্ষক এবং উন্নয়নে সহযোগীতা করার একটা সুযোগ পাওয়া গেছে, সেই সুযোগটা কাজে লাগাতে চাই।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

