মুসলিম বিবাহকে সরকারি ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার মুসলমানেরা সরকারের কাছে দাবি জানায়। সরকার মুসলমানদের প্রতি সম্মান জানিয়ে এই দাবি পূরণ করেছে।
দক্ষিণ আফ্রিকা সরকার মুসলিম বিবাহ পদ্ধতি (নিকাহ নামাকে) সরকারি ভাবে স্বীকৃতি দিয়েছে। খুব দ্রুত এটি গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালায়।
শুক্রবার (২৫ অক্টোবর) সরকারের হোম এফেয়ার্স মন্ত্রী ড. লিওন শ্রেইবার মুসলমানদের বিবাহকে সরকারি ভাবে স্বীকৃতি দিয়েছে।
মন্ত্রী এক অডিও বার্তা দিয়ে জানান, আজ অফিসিয়ালি ৩৩ জন মুসলিম দম্পতির নিকাহ রেজিষ্ট্রেশন করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এই প্রথম মুসলিম নিকাহ হোম এফেয়ার্স কর্তৃক রেজিস্ট্রার হওয়ায় তিনি নিজেও গর্ববোধ করেছেন।
মন্ত্রী আরো জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার মুসলমানদের জন্য সরকারের পক্ষ থেকে এটি একটি মাইলফলক সিদান্ত।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

