AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালদ্বীপের এডুভেস্টতে স্টাডি এক্সপোতে বাংলাদেশ


মালদ্বীপের এডুভেস্টতে স্টাডি এক্সপোতে বাংলাদেশ

মালদ্বীপের এডুভেস্ট স্টাডি এক্সপোতে বাংলাদেশ। মালদ্বীপে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ৫ দেশীয় আন্তর্জাতিক এডুভেস্ট স্টাডি এক্সপোতে যোগ দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন ফাউন্ডার্স প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেন ও আইচি হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান উলফাত জাহান মুনের নেতৃত্বে এক্সপোতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।

 

বৃহস্পতিবার (৫ অক্টোবর) শুরু হওয়া স্টাডি এক্সপোতে বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করেছে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও স্পেন।

 

এডুভেস্ট স্টাডি এক্সপোর উদ্বোধন করেন মালদ্বীপের হায়ার এডুকেশন মিনিস্টার ড. ইব্রাহিম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, মিশনের কাউন্সিলর মো. সোহেল পারভেজ, থাই এয়ারওয়েজের সিনিয়র কর্মকর্তা আবদুল হান্নান রাজু, মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবর।ইউএস-বাংলা এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার শরিফুল ইসলাম প্রমুখ।

 

এবারের এডুভেস্ট স্টাডি এক্সপো ২০২৩- এ প্রায় ৪০০ জন ছাত্র-ছাত্রী অনলাইনে ফরম পূরণ করেছেন। এদের বেশিরভাগ ছাত্রছাত্রীদের পছন্দের তালিকায় বাংলাদেশ।বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলা এই এক্সপো সবার জন্য উন্মুক্ত ছিল। ইভেন্টটি শেষ হবে আগামী ৭ অক্টোবর শনিবার রাত দশটায়।

 

হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ বলেন, এডুভেস্ট স্টাডি এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষা খাতে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি পাবে। মালদ্বীপের ছাত্র-ছাত্রীরা আমাদের দেশে পড়তে যাবে সেটাই আমাদের গর্বের বিষয়। 

 

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বলছেন, আমাদের দেশের শিক্ষার মান আরও বৃদ্ধি করতে হবে। তাহলে একটা সময় আসবে যখন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পৃথিবীর বিভিন্ন দেশের ডাক্তার-ইঞ্জিনিয়ার তৈরি হবে।

 

এডুভেস্টের শিক্ষা প্রদর্শনীর শেষদিন, দর্শকদের মধ্যে ড্র করে ভাগ্যবান বিজয়ীকে দুটি বিশেষ উপহার সহ অংশগ্রহনকারী শিক্ষার্থীদের জন্য দুটি মূল্যবান উপহারের ব্যবস্থা করা হয়েছে।

 

একুশে সংবাদ/ও.অ.প্র/জাহা

Link copied!