AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যবিপ্রবি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন


Ekushey Sangbad
আলফাজ হোসেন আরবি,যবিপ্রবি প্রতিনিধি
০৯:৩৯ পিএম, ২৬ নভেম্বর, ২০২৫

যবিপ্রবি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় দোকানদার ও গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যবিপ্রবি প্রশাসন। এতে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে। 

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এ তথ্য জানান। 

তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ডীনস কমিটির আহবায়ক ও রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ কোরবান আলী, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড.শিরিন নিগার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও প্রক্টর। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গতকাল (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবটতলা বাজারের দোকানদার কর্তৃক এক নারী শিক্ষার্থী ইভটিজিংয়ের ঘটনায় প্রতিবাদ করতে গেলে স্থানীয়দের আক্রমণের শিকার হন শিক্ষার্থীরা। এরপর উভয়পক্ষের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরবর্তীতে রাত ৯ টার পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!