AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাজা শেষে ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
১২:৪০ পিএম, ২৪ নভেম্বর, ২০২৫

সাজা শেষে ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

সাজা মেয়াদ শেষে মালয়েশিয়া ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়।

সোমবার (২৪ নভেম্বর) জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত নোটিশে বলা হয়, ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশিরা সবচেয়ে বেশি। বাকি প্রবাসীদের মধ্যে আছেন ইন্দোনেশিয়ার ২৪, নেপালের ১২, পাকিস্তানের ৯, কম্বোডিয়ার ৪, ভারতের ৪, চীনের ৩ এবং লাওস, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের ২ জন করে নাগরিক।

প্রত্যাবাসিতদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর-১ ও ২ (কেএলআইএ-১ ও কেএলআইএ-২), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর, সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্স এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ দেশে পাঠানো হয়েছে।

এ প্রক্রিয়ায় ব্যবহৃত বিমান ও ফেরির টিকিটের ব্যয় এসেছে বন্দিদের ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের সহায়তা ও প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সহযোগিতায়।

জোহর স্টেট ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সাজা শেষ হওয়া বিদেশি বন্দিদের অতিরিক্ত অবস্থান রোধে মালয়েশিয়া নিয়মিতভাবেই এ ধরনের প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করছে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!