হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে।বুধবার (২৬ নভেম্বর) উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে এ দুর্ঘটনা ঘটে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, কমপ্লেক্সটির অন্তত তিনটি বহুতল ভবনের বাইরের বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে যায়। মুহূর্তেই তা ভবনের ভেতরে ও অন্যান্য ব্লকে ছড়িয়ে পড়ে। আট ব্লকের এই আবাসিক কমপ্লেক্সে প্রায় দুই হাজার ফ্ল্যাট রয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে হংকং ফায়ার সার্ভিস জানায়—৪০ জন ঘটনাস্থলে এবং চারজন হাসপাতালে মারা গেছেন। এছাড়া গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ৪৫ জন।
আগুন এতটাই ভয়াবহ ছিল যে ১৫ ঘণ্টা ধরে পুরো কমপ্লেক্স জ্বলতে থাকে।
আগের তথ্য অনুযায়ী, অন্তত ৩৬ জনের মৃত্যু এবং ২৭৯ জন নিখোঁজ থাকার বিষয়টি সামনে আসে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত একটি নির্মাণ কোম্পানির তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে—এর মধ্যে দুজন পরিচালক এবং একজন পরামর্শক।
পুলিশ জানায়, আগুন অস্বাভাবিক দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ভবনের ভেতরে পলিস্টাইরিনসহ দাহ্য পদার্থ, এবং নিরাপত্তা মান পূরণ না করা সেফটি নেট, ক্যানভাস ও প্লাস্টিক কভার পাওয়া গেছে। এগুলো আগুন ছড়াতে বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

