AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে তিন পরাশক্তি: সালাহউদ্দিন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৫৮ পিএম, ৭ অক্টোবর, ২০২৫

দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে তিন পরাশক্তি: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, দেশের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা বর্তমানে তিনটি পরাশক্তি চালাচ্ছে। এর মধ্যে দুটি আঞ্চলিক শক্তি এবং একটি বিশ্বব্যাপী প্রভাবশালী দেশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তন-এ বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, “ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই জীবন দিতে হতো। আবরারের জীবন নেয়ার মাধ্যমে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, যাতে কেউ তাদের বিরুদ্ধে কথা না বলে।”

তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে দৃষ্টান্ত স্থাপন করতে হলে মেধা, সততা এবং ভালো নেতৃত্বের মাধ্যমে প্রতিযোগিতা করতে হবে। পাশাপাশি, হাসিনার মতো লেজুড়বৃত্তি নেতাদের কারণে পরাশক্তির দেশগুলো রাজনৈতিক প্রভাব বিস্তার ও আগ্রাসন চালাতে সক্ষম হয়েছে।
ছাত্রদলের নেতারা উল্লেখ করেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সময় গুপ্তভাবে ছাত্রলীগের নেতৃত্ব পর্যায়ে একটি সংগঠন সক্রিয় ছিল। ওই হত্যাকাণ্ডের মামলায় হত্যাকারীদের ফাঁসি থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন জামায়াত নেতা শিশির মনির। ছাত্রদলের বক্তব্য অনুযায়ী, যুগে যুগে এসব গুপ্ত সংগঠনের কার্যক্রম সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরা হবে।

প্রসঙ্গ: ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের তড়িৎকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি ও পানি আগ্রাসন বিষয়ক ফেসবুক স্ট্যাটাসের জেরে ছাত্রলীগের নৃশংস হামলায় নিহত হন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!