AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইনশাআল্লাহ, খুব শিগগিরই দেশে ফিরব: তারেক রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০০ এএম, ৬ অক্টোবর, ২০২৫

ইনশাআল্লাহ, খুব শিগগিরই দেশে ফিরব: তারেক রহমান

শিগগিরই লন্ডন থেকে দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বিবিসি বাংলাকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। সোমবার (৬ অক্টোবর) প্রচারিত সাক্ষাৎকারের প্রথম পর্বে তিনি বলেন, “কিছু বাস্তব কারণেই এখনো ফেরা হয়নি। তবে সময় এসে গেছে মনে হয়— ইনশাআল্লাহ, দ্রুতই দেশে ফিরব।”

রাজনীতি ও নির্বাচনের প্রসঙ্গে তারেক রহমান বলেন, “একজন রাজনৈতিক কর্মীর সঙ্গে নির্বাচন, দল ও জনগণের সম্পর্ক অচ্ছেদ্য। যেখানে জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেখানে আমরা কীভাবে অনুপস্থিত থাকি? আমার সবসময় চেষ্টা থাকবে, নির্বাচনের সময় জনগণের সঙ্গে, জনগণের মাঝেই থাকার।”

প্রধানমন্ত্রিত্বের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা জনগণের বিষয়। আর বিএনপির ক্ষেত্রে হলে দলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।”

খালেদা জিয়ার সম্ভাব্য ভূমিকা সম্পর্কে তারেক রহমান বলেন, “আপনি এমন এক নেত্রীর কথা বলছেন, যিনি বাংলাদেশের গণতন্ত্র বারবার হরণ হলেও প্রতিবারই তা পুনরুদ্ধারের লড়াই করেছেন। স্বৈরশাসনের সময়ও তিনি আপস করেননি। মিথ্যা মামলায় তাঁকে জেলে নেওয়া হয়েছিল— আমরা দেখেছিলাম, একজন সুস্থ মানুষ সেখানে প্রবেশ করেছেন, কিন্তু ফিরে এসেছেন অসুস্থ অবস্থায়। চিকিৎসার সুযোগ থেকেও তাঁকে বঞ্চিত করা হয়েছে— দেশবাসী এসব জানেন।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য। আমি বিশ্বাস করি, যদি শারীরিকভাবে সক্ষম হন, আসন্ন জাতীয় নির্বাচনে তিনি নিশ্চয়ই কোনো না কোনোভাবে ভূমিকা রাখবেন।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!