নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে ময়মনসিংহের ভালুকাবাসী। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ভালুকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেলে ভালুকা বড় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ অবমাননার মতো জঘন্য কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা সতর্ক করে বলেন, এখনই কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও কেউ এমন সাহস পেতে পারে। বক্তারা আরও বলেন, ধর্মীয় অনুভূতিকে অবমাননা বা উপহাস করা কোনোভাবেই সহ্য করা হবে না।
বিক্ষোভে ভালুকা উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-ওলামা, শিক্ষার্থী, স্থানীয় জনগণসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, গত শনিবার (৪ অক্টোবর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগ ওঠে। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
ঘটনার পর রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে অপূর্ব পালকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ইতোমধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপূর্ব পাল কুরআন অবমাননার বিষয়ে আংশিক স্বীকারোক্তি দিয়েছে।
একুশে সংবাদ/এ.জে