পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মমতাজ মহল (৫৮) মারা গেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের ভেরিপারার মোড়ে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ১ ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, কিডনি ও লিভার ক্যান্সারের পাশাপাশি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
আজ মঙ্গলবার রাত ৮টায় রাজশাহীতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। মেধাবী এ আনসার ও ভিডিপি কর্মকর্তা দীর্ঘ চাকরি জীবনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনা জেলা কমান্ড্যান্ট মো. ফজলে রাব্বি, ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক নিখিল চন্দ্র, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডার মমতাজ মহলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে