বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ অবাধ ও নিরপেক্ষ ভোটের প্রত্যাশায় আছে। তিনি বলেন, জনগণ ভোট দিতে প্রস্তুত, তাই যারা নতুন কোনো ইস্যু তৈরি করে বিভ্রান্তি ছড়াতে চায়, তারা শেষ পর্যন্ত জনগণের কাছেই ধরা পড়বে।
শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি। এ সময় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিজভী অভিযোগ করেন, “গত ১৬ বছর জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। শেখ হাসিনা নির্বাচনের নামে প্রহসন চালিয়েছেন, ভোট হয়েছে রাতেই, ভোটারদের কেন্দ্রে যেতে দেওয়া হয়নি।”
তিনি বলেন, এবার নির্বাচন কমিশন ও ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি। তবে প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের অনুসারী কর্মকর্তাদের নিয়োগ সুষ্ঠু নির্বাচনের পথে বড় প্রতিবন্ধকতা হতে পারে।
বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার আমলে প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল। জনগণ সেই পরিস্থিতি আর দেখতে চায় না।
তিনি আরও বলেন, “শহীদ জিয়া একদলীয় শাসন থেকে দেশকে মুক্ত করেছিলেন, খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, আর ৫ আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে তারেক রহমান জাতিকে নতুন করে ঐক্যবদ্ধ করেছেন।”
রিজভী আন্তর্জাতিক মহলের ‘চক্রান্ত’ নিয়েও কথা বলেন। তার দাবি, জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে বিদেশি প্রভাবশালী মহল নানা পরিকল্পনা চালাচ্ছে। তবে বাংলাদেশের জনগণ সব ষড়যন্ত্র ভেদ করে জাতীয়তাবাদের পতাকা উঁচু রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
দুর্গাপূজা উপলক্ষে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব প্রসঙ্গে তিনি বলেন, “এ বছর পূজা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। হিন্দু-মুসলমান সবাই একসঙ্গে নিরাপত্তা দিয়েছে—এটাই আমাদের ঐতিহ্য।”
ভারতে ড. ইউনূসের চেহারার অনুকরণে তৈরি ‘অসুর’ মূর্তির সমালোচনা করে রিজভী বলেন, “এটি একটি অরুচিকর ও অসাংস্কৃতিক কাজ। ভারত সাংস্কৃতিক ঐতিহ্যের দেশ, এমন আচরণ তাদের জন্য অসম্মানজনক।”
শেষে তিনি বলেন, “বাংলাদেশে বিভাজনের রাজনীতি সফল হবে না। তারেক রহমান যেমন বলেছেন, আমরা সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ থাকব।”
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাহরিন ইসলাম তুহিনসহ অ্যাবের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে