AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওয়াকআউটের পর যা বললেন সালাহউদ্দিন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:২৬ পিএম, ২৮ জুলাই, ২০২৫

ওয়াকআউটের পর যা বললেন সালাহউদ্দিন

নির্বাহী বিভাগকে পরিকল্পিতভাবে দুর্বল করার অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হলে বিএনপির প্রতিনিধি দল প্রথমেই বৈঠক ত্যাগ করে বেরিয়ে আসে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন।

তিনি বলেন, “নির্বাহী বিভাগকে অকারণে দুর্বল করার প্রক্রিয়া চলছে। এমন পরিস্থিতিতে জনগণের প্রকৃত চাহিদা পূরণ সম্ভব নয়।”

উল্লেখ্য, এদিন রাজনৈতিক সংলাপের দ্বিতীয় ধাপের ২০তম দিনের বৈঠকে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত সংবিধান সংশোধনী নিয়ে আলোচনা হচ্ছিল। এই আলোচনায় আপত্তি জানিয়ে বিএনপি ওয়াকআউট করে।

তবে কিছু সময় পর সালাহউদ্দিন জানান, বিএনপি আলোচনায় ফিরে গিয়ে নিজেদের অবস্থান পরিষ্কারভাবে উপস্থাপন করবে।

বৈঠকের শুরুতেই কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, “বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইতোমধ্যে অগ্রগতি হয়েছে। তবে যেসব বিষয় এখনও মীমাংসিত হয়নি, সেগুলো নিয়েই আজকের আলোচনা।”

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!