AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভয়নগরে মহাসড়ক জুড়ে নৈরাজ্য, নির্বিকার প্রশাসন



অভয়নগরে মহাসড়ক জুড়ে নৈরাজ্য, নির্বিকার প্রশাসন

যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার রাজঘাট থেকে বসুন্দিয়া পর্যন্ত অংশে অবৈধ যানবাহন, অদক্ষ চালক, বেপরোয়া গতি, অবৈধ পার্কিং এবং মহাসড়কের পাশে অপরিকল্পিতভাবে গড়ে উঠা ব্রিজস্কেল ও ট্রাক লোডের কারণে যাতায়াত এখন ভয়াবহ ঝুঁকিপূর্ণ। এছাড়া সড়কের পাশে উন্মুক্তভাবে রাখা কয়লা, বালি ও জিপসামের ড্যাম্পের কারণে দুর্ঘটনার আশঙ্কা দিন দিন বেড়ে চলেছে।

কয়লা, জিপসাম ও বালির ড্যাম্পের কারণে রাজঘাট থেকে বসুন্দিয়া পর্যন্ত মহাসড়ক সংকীর্ণ হয়ে পড়েছে। সংকীর্ণ এই সড়ক এখন মরনফাঁদে পরিণত হয়েছে। সড়কে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দূর্ঘটনা, বেড়েই চলেছে সড়ক দূর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা।

বিশেষ করে বেঙ্গল গেট থেকে ভাংগাগেট পর্যন্ত সড়কের পাশে উন্মুক্তভাবে রাখা জিপসাম সারের ধুলো এবং ভাংগাগেট এলাকা থেকে প্রেমবাগ পর্যন্ত উন্মুক্ত কয়লা ও বালির ড্যাম্পের ধুলো সড়কে চলাচলকে দুর্বিষহ করে তুলেছে। নওয়াপাড়া বাজার থেকে বসুন্দিয়া পর্যন্ত লোড করা ও খালি ট্রাকগুলো মহাসড়ক জুড়ে এমনভাবে দাঁড়িয়ে থাকে যে মনে হয় এটি মহাসড়ক নয়, বরং ট্রাক পার্কিং এলাকা।

মহাসড়ক জুড়ে অদক্ষ চালকের হাতে বেপরোয়া গতিতে চলছে নসিমন, করিমন, ইজিবাইক, মটর চালিত ভ্যান, মাহেন্দ্র ও অন্যান্য অবৈধ যানবাহন। এছাড়া বালি ও কয়লা বহনকারী শতাধিক ডাম্প ট্রাকও বেপরোয়া গতিতে চলাচল করছে। খোলা ট্রাকে বহন করা বালি ও কয়লা সড়ক জুড়ে উড়ছে, যা পথচারীর চোখে-মুখে পড়ছে এবং হোটেল, রেস্টুরেন্ট ও বাড়িতে প্রবেশ করে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করছে। এর নিয়ন্ত্রণ ও সাধারণ অসুবিধা দেখার জন্য যেন প্রশাসন নির্বিকার।

নওয়াপাড়া বাণিজ্য কেন্দ্র হওয়ায় মহাসড়কের পাশে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে অনেকগুলি ব্রিজস্কেল। পার্কিংয়ের অভাবে ট্রাকের দীর্ঘ সারি মহাসড়কে দাঁড়ায়, যার কারণে নিয়মিত ভয়াবহ যানজট তৈরি হয়।

পুরো উপজেলার সবচেয়ে ব্যস্ত এলাকা নওয়াপাড়া বাজারের নুরবাগ মোড়ে গড়ে উঠেছে মাহেন্দ্র, ইজিবাইক ও ব্যাটারি চালিত ইজিভ্যানের স্ট্যান্ড। এছাড়া সড়কের উপর অবৈধভাবে গড়ে উঠেছে বিভিন্ন দোকান। ফলে মহাসড়ক সংকীর্ণ হয়ে পড়েছে। সড়কের উপর যাত্রীবাহী বাস দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামার কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।

পথচারী হাফিজুর বিশ্বাস বলেন, "এখানে গাড়ি আর দোকানের কারণে রাস্তায় হাটা যায় না। হাটলে ভ্যান বা ইজিবাইকের আঘাত লাগবেই।"

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি (অফিসার ইনচার্জ) মোঃ ফজলুল করিম জানান, "মহাসড়কে অবৈধ গাড়ি পার্কিং ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উন্মুক্তভাবে বালি ও কয়লা পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান। জনসাধারণকে সচেতন করে আমরা সবাই মিলে সড়ক ও পরিবহন আইন মেনে সুন্দর ও সুশৃঙ্খল মহাসড়ক গড়ে তুলতে চাই।"

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!