রাজধানীতে সংঘর্ষে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকদের ভাষ্য, তার মাথায় রক্তক্ষরণ হয়েছে এবং নাক ও ডান পাশের চোয়ালের হাড় ভেঙে গেছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে রক্তাক্ত অবস্থায় নুরকে হাসপাতালে আনা হয়। নাকের ভেতরে গজ ব্যান্ডেজ দেওয়া ছিল। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়।
রাতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে সকালে সিটিস্ক্যান রিপোর্টে মাথায় সামান্য রক্তক্ষরণ এবং নাক ও ডান চোয়ালের হাড় ভাঙার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তার চোখ ও মুখ ফুলে গেছে, ডান চোখে রক্ত জমাট বাঁধায় চোখ খোলা সম্ভব হচ্ছে না। তবে শরীরের অন্য কোনো অঙ্গপ্রত্যঙ্গে বড় ধরনের আঘাত পাওয়া যায়নি।
নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ রায়হান বলেন, “নুর এখনও শঙ্কামুক্ত নন। মস্তিষ্কে পানি জমাট বেঁধেছে, তবে আপাতত অপারেশনের প্রয়োজন নেই।”
নাক-কান-গলা, চক্ষু, নিউরোসার্জারি ও ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড নুরের চিকিৎসা পর্যবেক্ষণ করছে। শিগগিরই তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী চিকিৎসা কার্যক্রম শুরু হবে।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, নুরকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তিনি গুরুতর আহত, পরিবার দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে।
একুশে সংবাদ/চ.ট/এ.জে