AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুর্গাপূজায় সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান তারেক রহমানের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৩৬ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

দুর্গাপূজায় সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান তারেক রহমানের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তায় তিনি দেশের পাশাপাশি বিশ্বব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।

তারেক রহমান বলেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করছে, করবে—এটাই দেশের চিরায়ত সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ। এর মধ্য দিয়েই বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রকাশ পায়।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষার বিষয়ে ইসলামের শিক্ষাও সুস্পষ্ট। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রতি সমান আচরণ নিশ্চিত করা জরুরি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে পারস্পরিক সম্মান ও নিরাপত্তা রক্ষায় প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সেইসঙ্গে আসন্ন পূজা ঘিরে কেউ যেন সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “আপনারা নিরাপদে, নিশ্চিন্তে ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সারাদেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করুন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।”

শেষে তারেক রহমান ব্যক্তিগতভাবে এবং বিএনপির পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে বলেন, পূজা উৎসবের মাধ্যমে দেশে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!