AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাটিরাঙায় সকল সম্প্রদায়ের প্রতিনিধিদের সম্মাননে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৪:৩৪ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মাটিরাঙায় সকল সম্প্রদায়ের প্রতিনিধিদের সম্মাননে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের ঘটনার পর সৃষ্ট পরিস্থিতি ও পেক্ষাপট বিবেচনায় মাটিরাঙা উপজেলা প্রশাসন বিশেষ আইন শৃঙ্খলা সভা আয়োজন করেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মাটিরাঙা উপজেলা অডিটোরিয়ামে সকল সম্প্রদায়ের প্রতিনিধিদের সম্মাননায় এই সভা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য জয়া ত্রিপুরা, সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙা সার্কেল) মো. ওয়াজেদ আলী, বিএনপির প্রতিনিধি বদিউল আলম বদি ও শাহজালাল কাজল, জামায়েত ইসলামী প্রতিনিধি মাওলানা আব্দুল জলিল, মাটিরাঙা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হারুন অর রশিদ, মাটিরাঙা কেন্দ্রীয় কালী মন্দির প্রতিনিধি, হেডম্যান প্রতিনিধি ত্রিদিব নারায়ন ত্রিপুরা, মারমা প্রতিনিধি মংসাই থোয়াই মারমা, ত্রিপুরা প্রতিনিধি নারায়ন ত্রিপুরা, চাকমা প্রতিনিধি সুলিল চাকমা, খ্রিস্টান প্রতিনিধি বিরো মহন ত্রিপুরা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পাহাড়ে বসবাসকারী সকল সম্প্রদায়ের মানুষকে শান্তি, সহাবস্থান, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যবদ্ধভাবে বসবাস করতে হবে। এ অঞ্চলের উন্নয়নকে এগিয়ে নিতে মানবিক মূল্যবোধ ও ব্যক্তিগত মানবিকতাকে কাজে লাগানোর আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ফেসবুক বা অন্য যে কোনো মাধ্যমের গুজবের প্রতি অন্ধভাবে বিশ্বাস না করে সত্য যাচাই করতে হবে। দুষ্কৃতকারী কোনো অস্থির পরিবেশ সৃষ্টি করলে দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে। সকল প্রকার গুজব রোধ ও এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে প্রত্যেকে নিজের অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুপ চৌধুরী, নাছির আহাম্মদ চৌধুরী, মাটিরাঙা থানা অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম, মাটিরাঙা প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, উপজেলায় বসবাসরত সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী প্রমুখ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!