আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্রের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থন থাকলে কোনো অপচেষ্টাই বিএনপির অগ্রযাত্রা থামাতে পারবে না।
রোববার (৩১ আগস্ট) রাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপির ৪৭ বছরের ইতিহাস গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের সঙ্গে যুক্ত। ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে আত্মত্যাগ করা শহীদদের স্মরণ করে তিনি জানান, জনগণের অধিকার ফিরিয়ে আনার অন্যতম পথ হচ্ছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
তিনি অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে অদৃশ্য কিছু শক্তি সক্রিয় হয়ে উঠেছে, যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগকে বাধাগ্রস্ত করতে চায়। তবে বিএনপি সবসময় দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে এসেছে, কারণ জনগণের ভোটের মাধ্যমে দায়বদ্ধ সরকার গঠনই গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে।
সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক সংস্কার টেকসই করতে হলে আগে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্বাচন হতে দেওয়া হবে না”—এমন বক্তব্য গণতন্ত্রকামী শক্তিকে দুর্বল করবে এবং অপশক্তিকে সুযোগ করে দেবে। তাই এখনই সবাইকে সতর্ক থাকতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান আহ্বান জানান, কোনো ধরনের সহিংসতায় জড়ানো যাবে না; শান্তিপূর্ণ উপায়ে জনগণের আস্থা অর্জনই বিএনপির মূল শক্তি।
একুশে সংবাদ/জা.নি/এ.জে