ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক এবং সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম পোস্টে লেখেন:"টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামীলীগারের জামিন হয়ে যায়। আর রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না থাকলে নিরীহ মজলুমরা জামিন পায় না।"
তিনি আরও উল্লেখ করেন, হেফাজতে ইসলাম-এর নেতাকর্মীদের বিরুদ্ধে ২০১৩ সালের শাপলা চত্বরে অভিযানের ঘটনায় করা মামলাগুলোর বিচার এখনও শেষ হয়নি। অনেক আলেম এখনও কারাগারে, কিন্তু বিএনপির ঘনিষ্ঠ হয়ে উঠা কিছু দাগী আসামি জামিন পাচ্ছেন বলে দাবি করেন তিনি।

সরকারের আইন উপদেষ্টা হিসেবে ড. আসিফ নজরুলের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন সারজিস। তার ভাষায়:“প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, তারপরও নয় মাসে একটা বিচারকার্য সম্পন্ন হয় না! এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারেন?”
এই বক্তব্যের মাধ্যমে তিনি সরকারি অব্যবস্থা ও বিচারহীনতার দায় আংশিকভাবে উপদেষ্টার ওপর চাপান এবং স্পষ্ট করে বলেন:“তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়?”
এ বক্তব্য এমন এক সময় এলো, যখন ইশরাক হোসেনের শপথ ঘিরে সরকারের আইন উপদেষ্টা ও প্রশাসনের ভূমিকা নিয়ে বিরোধীদলীয় নেতা ও কর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ রয়েছে। অন্যদিকে, আসিফ নজরুল অতীতে সরকারবিরোধী মত দেওয়ার জন্য পরিচিত হলেও বর্তমানে সরকারপক্ষের উপদেষ্টা হিসেবে তার অবস্থান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।
এনসিপি নেতা সারজিসের এ দাবিকে রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে। তবে এখনো আসিফ নজরুল বা সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
একুশে সংবাদ/চ.ট/এ.জে