AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিউইয়র্ক কনসাল জেনারেলের পদত্যাগ দাবি এনসিপির


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১২ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নিউইয়র্ক কনসাল জেনারেলের পদত্যাগ দাবি এনসিপির

নিউইয়র্কে এনসিপির নেতার ওপর হামলার ঘটনায় বাংলাদেশের কনসাল জেনারেলের পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এসব দাবি উত্থাপন করেন। তিনি বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, কনসাল জেনারেলের পদত্যাগ এবং নিরাপত্তায় ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, ফ্যাসিবাদের সময়ে যেসব ব্যক্তিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের অপসারণে সরকার ব্যর্থ হয়েছে। উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলায় গ্রেপ্তার পাঁচজনের তালিকা প্রকাশ করারও দাবি জানান তিনি।

তিনি বলেন, জুলাইয়ের ঘটনার বিচার এখনো দলীয়ভাবে শুরু হয়নি। আওয়ামী লীগের গত ১৫ বছরের মানবতাবিরোধী কর্মকাণ্ড ও জুলাই অভ্যুত্থানের ঘটনা ট্রাইব্যুনালে বিচার করতে হবে। এ জন্য সরকারের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বিদেশে রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনায় পররাষ্ট্র উপদেষ্টার জবাবদিহিতা দাবি করে নাহিদ ইসলাম বলেন, নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা না থাকায় এ ধরনের সমস্যা তৈরি হচ্ছে। বিদেশি মিশনে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগও করেন তিনি।

এনসিপি মনে করে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; আওয়ামী লীগ দেশে ও বিদেশে আন্দোলন দমন ও বিভ্রান্তি ছড়ানোর ধারাবাহিক তৎপরতা চালাচ্ছে। এ ঘটনার প্রতিবাদে শাহবাগসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!